17 May 2021

ইজরায়েলের নিষ্ঠুর হাত থেকে মুক্ত হোক ফিলিস্তিন

দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই যে রক্তাক্ত নিষ্ঠুর ক্ষমার অযোগ্য এক অন্যায় এতকাল ধরে চাপিয়ে দেয়া হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর সেই কালো অধ্যায় শেষ হোক। এটা হতেই হবে এবং একদিন এটা হবেই। জানি আরও অনেক রক্ত ঝরবে, আরও অনেক যুগ হয়তো এভাবেই কেটে যাবে তবুও প্রতিরোধ চলবে, লড়ে যাবে ফিলিস্তিনিরা। 


এখানে কোনও ধর্ম বর্ণের ব্যাপার নেই। আছে মহাস্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এক দেশের অজস্র নিষ্ঠুরতার শিকার এক জাতির লড়ে যাওয়ার কাহিনী। আশা করি একদিন ঐ ফ্যাসিস্ট ইজরায়েলের পতন হবেই। বিশ্বাস করি একদিন স্বাধীন ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠা হবেই। একদিন ইজরায়েলের ভয়াল নিষ্ঠুর হাত থেকে ফিলিস্তিন মুক্ত হবেই।