26 May 2021

পাসপোর্ট থেকে ইসরাইল বাদ কেন?

অতি সম্প্রতি হামলায় গাজা ভূখণ্ডে প্রায় দুই হাজার হাউজিং ইউনিট, ৭৪টি সরকারি ভবন, ৩টি মজসিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়াও ১৬৮০০ হাউজিং ইউনিট, ৬৬টি স্কুল, ৪০টি মসজিদ আংশিক ধসে গেছে তাদের বোমার আঘাতে। সেখানকার পুলিশ হেড কোয়ার্টারও ধ্বংস হয়ে গেছে। ১৩ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়া ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইন্টারনেট সেবাদানকারী বহুতল ভবনটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরাইল। গাজা ভূখণ্ডে বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে এক লাখ ২০ হাজার মানুষ।


অন্যদিকে ২৫৯ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। যাদের ৬৫ জন শিশু, ৩৯ জন নারী এবং ১৭ জন বয়স্ক মানুষ। সমূলে শেষ করে দেওয়া হয়েছে বহু পরিবারকে। আট হাজার লোক আহত হয়েছেন। হাসপাতালগুলো পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। ইলেকট্রিক পাওয়ার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরাইলের সাম্প্রতিক ধংসযজ্ঞে সাবেক এক ইসরাইলি সেনা কর্মকর্তা কোনো রাখঢাক ছাড়া স্পষ্টই বলেছেন যে, ইসরাইলের সরকার, তার সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তারা যুদ্ধাপরাধী। তাদের এই অপরাধের বিচার হওয়া উচিত।

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এখন শুধু মুসলিমরাই নন, মানবতাবাদী ভিন্ন ধর্মের মানুষেরাও সরব। ইসরাইলি সাম্প্রতিক ধংসযজ্ঞের খবরে যখন সারাবিশ্বব্যপী নিন্দার ঝড় উঠেছে, তখন হঠাত করে আমাদের পত্রিকায় খবর আসে যে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকছে না। ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। ইসরাইল এই অপ্রত্যাশিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইসরাইলের জন্য খবরটি অপ্রত্যাশিত, সুখকর এবং চমকপ্রদই বটে!

ফিলিস্তিনে তান্ডবলীলা চালানোর এই সময়ে একটি মুসলিম দেশ তাদের সাথে সুসম্পর্ক তৈরী করতে আগ্রহী! ঠিক কি কারনে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়। সরকারের উচিত তার অবস্থান সবার সামনে স্পষ্ট করা। ''আন্তর্জাতিক মানদন্ড বজার রাখার উদ্দেশ্যে '' জাতীয় বায়বীয় বক্তব্য গ্রহণযোগ্য কথা নয়। এসব বক্তব্য না দিয়ে, সরাসরি বক্তব্য দেয়া দরকার ইসরাইল ভ্রমনে নিশেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে।