এতো খুনোখুনি এতো মারামারি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে কল্পনাই করা যায় না। এরপর আবার একদলীয় নির্বাচন। মন্ত্রী এমপিরা বাসায় বসে পোলাও মাংস খাচ্ছে, আর তাদের নির্দেশে সাধারণ মানুষ একজন অন্যজনের মাথায় আঘাত করছে, এমনকি খুন পর্যন্ত করছে। কি জঘন্য রাজনীতি এদেশে!
নির্বাচন কমিশন স্বাধীন হয়েও যেনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে - বাংলাদেশে কোনো প্রশাসনিক ব্যবস্থাই নেই এবং কোনো পুলিশ বাহিনীই নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। গাফফার চৌধুরীর মতো ধর্মহীন বুদ্ধিজীবীরা তারপরও বলবে দেশে গনতন্ত্র ভালোভাবে চলছে।
অতঃপর গনতন্ত্র যদি এভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশ একটি সর্বশ্রেষ্ঠ ব্যার্থ রাষ্ট্রে এবং সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।