আমি মুহাম্মদ মিজানুর রহমান (এম রহমান), আয়ারল্যান্ডে বসবাসরতঃ একজন বাংলাদেশি অনলাইন এক্টিভিষ্ট। "এম রহমানের ব্লগ" ছাড়াও ফেসবুকেও আমার এক্টিভিটি চলমান আছে। আমাকে বলতে পারেন একজন স্বপ্নবাজ মানুষ। আমি স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর, যেই সুন্দর পৃথিবীর একটি বিরাট অংশ জুড়ে থাকবে আমার প্রিয় বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে সৌন্দর্যের এক লীলাভূমি। আর বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লীলাভূমিতে রুপান্তর করতে চাইলে পুরো বাংলাদেশকেই নতুন রূপে সাজাতে হবে। বর্তমান চলমান রাজনৈতিক ধারাকে পরিবর্তন করে নেতৃত্ব গ্রহণ করতে হবে নতুন প্রজন্মকে। সেই নতুন প্রজন্মকে তৈরি করার ক্ষেত্রে সামান্য ভূমিকা রাখাই এই ব্লগের মূল উদ্দেশ্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।