08 May 2021

মেরুদন্ডহীন এক শিক্ষা ব্যবস্থা আমাদের!

শুধু আওয়ামী পরিবার হওয়াই মানবিকতা প্রকাশের একমাত্র মাপকাঠী আর বাদবাকি সবাই অমানবিক এটাই যদি হয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির মানবিক দর্শন তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষার গুনগত মান কমেছে বহুগুন।


পাশাপাশি দেশের শ্রেষ্ঠতম শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ১০টাকায় চা সিঙ্গারা পুরি চপের মাঝেই বিশ্ববিদ্যালয়ের সার্থকতা খূজে পাওয়ার আনন্দ এবং ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ভিসির ছাত্রলীগের সভাপতি হবার স্বপ্নের গল্প যোগ করলে পরিষ্কার বোঝা যায় যে আমাদের সার্বীক শিক্ষা ব্যাবস্থা দলীয় ঘুণ পোকায় আক্রান্ত। মানুষ গড়ার কারখানাই যদি ঘুণ পোকায় আক্রান্ত হয় তাহলে সেই কারখানার উৎপাদিত পণ্যের গুনগত মান দূর্বল, বিকৃত ও চরিত্রহীন হবে এটাই বাস্তব।

একটি জাতীকে তিলে তিলে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করার চেয়ে উত্তম অস্ত্র আর নেই। অতঃপর সে জাতী নিজেরাই নিজেদের ধ্বংসযজ্ঞে মেতে উঠবে। সেই ধ্বংসযজ্ঞের আলামত আমাদের দেশে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে প্রতিদিন। কিন্তু দেখতে পাবার মত চোখ গুলোও অন্ধ করে দেয়া হয়েছে। এসব কিছু দেখারও এখন কেউ নেই। কার এত দায় ঠেকেছে নিজের খেয়ে বনের মোষ তাড়াবে?