29 November 2021

ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্যে ছাত্রলীগ কেন এত আগ্রহী?

ছাত্ররা তাদের ন্যায্য বাস ভাড়ার জন্যে আন্দোলন করছে তাতে আমাদের সবার নিরব সম্মতি রয়েছে। কিন্ত প্রশ্ন হচ্ছে এই আন্দোলন প্রতিহত করার জন্যে ছাত্রলীগ কেন এত আগ্রহী। ছাত্রলীগের কার্যকলাপে মনে হচ্ছ সরকার এই আন্দোলনকে নিজস্ব অশস্তি বিবেচনা করছে যার ফলশ্রুতিতে ছাত্রলীগকে পুলিশ'র দ্বায়িত্ব অর্পন করা হয়েছে। 


বিগত ছাত্র আন্দোলনে একই ফরমেট পরিলক্ষিত হয়। সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া কিভাবে ছাত্রলীগ এই এ্যাকশনে নামে? সরকার কি জনগনের না লুটেরা বাস শ্রমিক-মালিকের পক্ষে। ছাত্ররা আন্দোলন করতে বা প্রতিবাদ করতে পারছে, যারা বিভিন্ন পেশায় নিয়জিত তারা কিন্তু রাস্তায় নামতে পারছে না, শুধু নিরব সর্মথন করা ছাড়া।