15 October 2019

কেনো সীমান্তে বারবার বাংলাদেশের মানুষই মরে?

আমি আমার এই ছোট্ট জীবনে এখনো পর্যন্ত ভুলেও কখনো শুনি নাই যে সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় কোনো নাগরিক মারা গেছে। এটাই স্বাভাবিক কারণ সীমান্তে বেসামরিক মানুষ হত্যা করার যৌক্তিকতা থাকতে পারেনা। তারপরও সীমান্তে বেসামরিক মানুষ মরে এবং তাদের প্রত্যেকেই বাংলাদেশী। সব সময় যেটা দেখছি বা শুনছি তা হলো সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মারা গেছে। কখনো বা শুনেছি বাংলাদেশের মানুষ ধরে নিয়ে গেছে বিএসএফ। মাঝে মাঝে আবার এই মানুষগুলোকে মেরে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে!

এখানে অনেকে বলেছেন কিংবা বলবেন, ভালো হয়েছে, যায় কেন অবৈধ পথে? কে বলেছে চুরি করে গরুর ব্যবসা করতে? মানলাম অবৈধ পথে গরু আনছে। আচ্ছা বাংলাদেশীরা গরুটা কি সরাসরি ভারতের গোয়াল ঘর থেকে চুরি করে আনে? নাকি সেখানের ভারতীয় দালালের মাধ্যমে আনে? নিশ্চয়ই বলবেন ভারতীয় দালালের মাধ্যমে আনে। তাহলে কোনদিন কেনো শুনি নাই যে চোরা পথে বাংলাদেশে গরু পাচার করার কারনে বিএসএফ বা বিজিবির গুলিতে ভারতীয় নাগরিক নিহত? কেনো বারবার বাংলাদেশের মানুষকেই মারতে হবে? 

সীমান্তে অবৈধ চুরাচালান নতুন কোন বিষয় না। আর এটা শুধু আমাদের সীমান্তেই হয়না। সারা বিশ্বেই হয়, কম অথবা বেশি। কিন্তু তার জন্য কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনীই এই চুরাচালানিদের প্রাণে মেরে ফেলেনা। অপরাধ করলে তার বিচার হবে। আইন অনুযায়ী শাস্তি হবে। কিন্তু প্রাণে মেরে ফেলবে কেনো? একটা দেশের সীমান্ত রক্ষী বাহিনী এতো অসভ্য আর পাষাণ হয় কিভাবে? কেনো এতো অসভ্য আর পাষাণ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ? এদের কেনো বিচার করা যায়না? কেনো?