22 June 2021

চুড়ান্ত ডিক্টেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে দেশ

রাজনীতি এখন আর রাজনীতি নাই। পাতি নেতা বড় নেতার সাথে সেলফি তুলে ফাপর নেয়। বড় নেতা হাজার কোটি টাকা চুরি করে পাতি নেতা পালন করে। আর প্রধান নেতা সব চোরকে আস্কারা দিচ্ছে। বিদেশে হাজার কোটি টাকা পাচার হচ্ছে আর জনগন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সরকারী আমলাদের কাছে জীম্মি পুরোদেশের জনগন। বেশিরভাগ সরকারী আমলাদের সন্তানরা বিদেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। এরা দেশকে লুটে পুটে খেয়ে ঠিকি অন্য দেশে বাসা বাধবে। আর দেশের জনগন না খেয়ে মরবে।


বাংলাদেশের রাজনীতিতে একটা হট টপিক হচ্ছে কে দিলো বাংলাদেশে মদের লাইসেন্স? সংসদে প্রায়ই এ নিয়ে উত্তপ্ত বাক্যের বিনিময় হয়। সরকার দল বরাবরই জিয়াউর রহমানকে দায়ী করে। কথা হলো ১৪০০ কোটি টাকা খরচ করে এয়ারপোর্টের নাম পরিবর্তন করতে পারে কিন্তু দেশে মদের লাইসেন্স বন্ধ করতে পারনা? ফাইজলামি কর? মানে জনগনের মুখে বেকুব লেখা আছে? একই ভাঙা রেকর্ড বার বার শুনাও। সংসদে কোন কাজ নাই তাই কেউ গান শুনায় কেউবা কবিতা! দুনিয়ার যত আজগুবি প্রসঙ্গ নিয়ে আলাপ হয় বাংলাদেশের সংসদে। 

সংসদকে এখন আমার চিড়িয়াখানা মনেহয়। আপনাদের যদি এতই সৎ সাহস থাকে সংসদে মদের লাইসেন্স বাতিল নিয়ে একটা বিল আনেন না কেন? দেশে কি কোন আইন আছে? একজনের ইশারায় চলছে দেশ। বেশ্যা থেকে থেকে শুরু করে মাওলানা সবাই শুধু একজনের দৃষ্টি আকর্ষন করতে চায়। সে দৃষ্টি দিলেই সব মুশকিল শেষ। এ যেন মুশকিল আসান সেন্টার! নিজের আঙ্গুলের ইশারার ক্ষমতা প্রমান করতে গিয়ে দেশের পুরো হাত পা অচল করে রাখছে। দেশকে প্যারালাইজড রোগির মত করে রাখা হয়েছে ইন্টেনশনালি। চুড়ান্ত ডিক্টেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।