যারা গণতন্ত্র বাদ দিয়ে একক তন্ত্র প্রতিষ্ঠা করে তাদের যুদ্ধের ময়দানে বিরোধী দল বলতে কিছুই থাকে না। তখন নিজেরা নিজের বিরোধী দল বানিয়ে নিজেদের বিরোদ্ধেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এভাবে শুরু হয় তাদের পতনের সময়। এটাই যে দুনিয়ার সকল অত্যাচারী শাসকদের পতনের বৈশিষ্ট্য সে কথা বলাই বাহুল্য।
একতন্ত্রী শাসিত রাজনীতিতে আবেগময় অথবা ক্ষমতার লোভে নিজেকে অত্যাচারীর দলে বিলিয়ে দেয়ার আগে অন্তত একটি বার ভেবে দেখুন আপনি কোথায় ঝাঁপ দিতে যাচ্ছেন! আবেগের রাজনীতি অথবা ক্ষমতার লোভ কি আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে! ভাই ভাই করে নেতার পিছে দৌড়াচ্ছেন খেয়ে না খেয়ে কিন্তু আপনার কিছু হয়ে গেলে তারা কি আজীবন আপনার পরিবারের পাশে থাকবে? নাকি দুদিন মিটিং মিছিল করে আপনার কবরে দুখানা ফুল দিয়ে তিনদিন পর আপনাকে ভুলে যাবে! অপরাজনীতিতে অতীতে যারা প্রাণ দিয়েছে তাদের কথা চিন্তা করুন, কেউ কি মনে রেখেছে তাদের?
অথচ তাদের বাবা মা এখনও ডুমরে কেঁদে উঠে, অঝরে চোখের পানি ঝরে । মা বাবাকে সান্তনা দেয়ার জন্যও কোন নেতা তাদের বাড়িতে খোঁজ নিতে যায় না। কার জন্য নিজের জীবন বলি দিচ্ছেন? কিসের আশায় রক্ত ঝরাচ্ছেন? অপরাজনীতি শুভকর নয়। এসব ছেড়ে নিজের পরিবারের পাশে দাঁড়ান, তাদের কথা ভেবে নিজেকে কর্মব্যস্ততায় বিলিয়ে দিন তাহলে সুখে থাকবে আপনার পরিবার পরিজন। তাদের সুখেই আপনি মনের মাঝে স্বর্গীয় সুখ অনুভব করবেন।