12 October 2020

যে দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারীরাই বেআইনি কাজ করে বেড়ায় সে দেশে ন্যায্য বিচার পাওয়াটা বিলাসিতা


মাত্র ১৬ দিনের ব্যবধানে আবারো আলোচনায় এসেছে সিলেটের নাম। এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নববধূকে গণধর্ষণের পর সারাদেশে শুরু হয় তোলপাড়।এ ঘটনার রেশ কাটতে না কাটতে সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু। এতে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া জড়িত। 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা গণধর্ষণ করে এক নববধূকে। এখনো প্রায় প্রতিদিনই বৃহত্তর সিলেটের কোন না কোন জায়গায় ধর্ষণ সংক্রান্ত সংবাদ চলে আসছে গণমাধ্যমে। ধর্ষণের প্রতিবাদে নানা আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে সিলেটে। এই আলোচনার শেষ হতে না হতেই সারাদেশে আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে সিলেট।

এস আই আকবর। মাত্র ১০ হাজার টাকা ঘুষ না দেয়ায়!গতকাল আমার মামা রায়হানকে পাশবিক নির্যাতন করে মেরেই ফেলে। এস আই আকবর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ | আকবরকে বন্দর পুলিশ ফাড়িতে সকাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ভাবতে চোখে আসে নিহত রায়হানের মাত্র ২ মাসের একটা সন্তান ছিলো এবং আগামী মাসেই তার আমেরিকা যাওয়ার কথা ছিলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে প্রদিপের উত্তসূরীরা বাচতে দিলোনা।

কিছু পুলিশ লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী। চাঁদা না দেয়ায় কি মেরেই ফেলতে হবে? এত জঘন্য হয়ে যাচ্ছে কেনো দেশটা? আইন প্রয়োগ করলেও সমস্যা না করলেও সমস্যা, হিংসা আর ব্যাক্তিগত কারণে একজন আরেকজন কে সেই আইনের আশ্রয় নিয়ে ফাসিয়ে ও দেয়। সবার আগে আমাদের মানুষ হয়া উচিৎ। মস্তিষ্ক পরিবর্তন না করলে এই দেশ কখনোই সভ্য হবেনা।