বেশ কয়েকদিন ধরেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। কাল রাতে আরো বেশি মন খারাপ হয়ে গেছে। কেমন অস্থির লাগছিল। রাতে ঠিক মত ঘুমাতেও পারিনি। সারাদিন ঠিকমত কোন কাজ করতে পারিনি। কি হচ্ছে সারা দেশে এসব! আহা, আমার প্রিয় দেশটা একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে৷ বিশেষ করে নারীদের জন্য।
এদেশে যেন নারী হয়ে জন্মানোই পাপ। দেশটা যেন কেবল পুরুষের। কী ভীষণ অসহায় নারীরা এদেশে! আমার জানা নেই পৃথিবীর আর কোন দেশে এত নাজুক অবস্থা আছে কিনা। আচ্ছা এই যে এমন আচরণ নারীর সাথে সেই নারীকে ছাড়াই তো পুরুষের চলে না। ধরা যাক কোনভাবে পুরো দেশ নারী শূন্য হয়ে গেছে। তখন থাকতে পারবে তো এই পুরুষগুলো নারীহীন সমাজে? মায়ের মমতা, বোনের যত্ন, স্ত্রীর আদর, কন্যার ভালোবাসা ছাড়া? আমার সত্যি তাদের একবার এমন পরিস্থিতিতে ফেলে দেখতে ইচ্ছে করে।
তবু এতটুকু সান্ত্বনা কিছু মানুষ অন্তত বিচারের দাবীতে পথে নেমেছে। তাদের আওয়াজেও যদি সরকারের টনক নড়ে। তবু যদি একটা সুষ্ঠু আইন পাশ হয় ধর্ষণের বিরুদ্ধে। তবু যদি ন্যায় বিচার হয় এই অমানুষগুলোর! জানিনা আসলেই কি বিচার হবে নাকি এভাবেই চলতে থাকবে অনন্তকাল! সত্যি হতাশ হয়ে যাই মাঝে মাঝে।