বর্তমান বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের যে সম্পদ আছে, তা যদি দুর্নীতিমুক্তভাবে ও সুষমভাবে বন্টন হতো, তাহলে আজ বন্যার এমন ভয়াবহ পরিণতি হতো না। উন্নত দেশে যেভাবে একটি আধুনিক শহরকে বন্যামুক্ত রাখা হয়, ঠিক সেভাবে আমাদের দেশে প্রধান একটি সমস্যা বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কিন্তু আসল বাধা হলো দুর্নীতি। এখন দুর্নীতি কমাতে হলে কি করতে হবে? এর উত্তর একটাই, আর তা হলো - মাত্র একজন মানুষ ঠিক হলেই পুরো একটা দেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এবং সে একটা মানুষ হলো দেশ প্রধান।
যে দেশে মিথ্যা ভোটে সরকার প্রতিষ্ঠিত হয় এবং সরকার বলে বেড়ায় আমি মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু বিরোধী দলে থাকলে মনে মনে পালিয়ে বেড়ায়, তবে সে সরকার কোনোদিনও দুর্নীতি দূর করতে পারবে না। কারণ সে নিজেই তো বড়ো দুর্নীতিবাজ।
এটা নিশ্চিত করে বলা যায়, একজন দেশ প্রধান সৎ ও দুর্নীতিমুক্ত হলে এবং নীতি ও আদর্শবান হলে একটা দেশ সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে স্বয়ং দেশ প্রধানকেই সবার পূর্বে অবস্থান নিতে হবে। সঠিক ভোট করতে হবে, তা না হলে সবাইকে পরকালে ধ্বংসপ্রাপ্ত হতে হবে, এক - দুইজন ব্যাতীত।