17 July 2020

মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার

বাংলাদেশে যারা নেতৃত্ব দেয়, তারা চেয়ারটায় বসার আগে থেকেই ভাবতে থাকে, একবার ওই চেয়ারটায় বসতে পারলে হয়। মারি তো গণ্ডার, লুটি তো ভাণ্ডার - মনের অবস্থা নিয়ে চেয়ারের দিকে তাকিয়ে থাকে। চেয়ারটায় বসার জন্য নানাভাবে তদ্বির করতে থাকে। তারপর যখন চেয়ারের বসতে পারে, আর দেরি করে না, ভাণ্ডার লুটে ফেলে।

কেন এই অবস্থা ? কারণ একবার ভাণ্ডার লুটতে পারলে জেল জরিমানা অপমান অপদস্ত বেইজ্জতী যাই হোক না কেন, ভাণ্ডার আর ফেরত দেয়া লাগে না। কানাডার বেগমপাড়ায় ভাণ্ডার সরিয়ে ফেলতে পারলে আর কোন টেনশন নাই।
যদি এমন অবস্থা থাকত, সবার আগে লুটে নেয়া ভাণ্ডারসহ তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত হয়ে যাবে, তাহলে কেউ ভাণ্ডার লুটপাট করার কথা চিন্তাও করত না।

টাকার শোক বড় শোক। অর্জন করা ভাণ্ডার হারিয়ে ফেলার শোক জেল জরিমানার চেয়ে অনেক বেশি কষ্টকর।
কিন্তু এই বাজেয়াপ্ত করার বিধানটা করবে কে? কে হায় নিজের পুচ্ছদেশে আগুন লাগাবে?