04 March 2020

কে বলে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন?

দুর্নীতির মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে মঙ্গলবার (০৩-০৩-২০২০) সকালে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছিলেন জেলা জজ আব্দুল মান্নান। একই দিনে বিচারককে বদলি করে সাবেক সাংদকে জামিন দেওয়া হয়।

এদিকে জজ আব্দুল মান্নানকে বদলি করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার সাংবাদিকদের বলেন, আউয়ালের জামিন আবেদনের শুনানিতে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান অত্যন্ত ‘অশালীন ও রূঢ়’ ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। জেলা জজের এই ব্যবহার করা সমীচীন হয়নি মন্তব্য করে তিনি বলছেন, ‘সিচুয়েশনটাকে প্রশমিত’ করতেই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে জামিন দেওয়া হয়েছে এবং এতে আইনের শাসনের ব্যত্যয় হয়নি।

ওনারাই বলেন আইন বিভাগ এখন পুরো স্বাধীন; আইনমন্ত্রীর কথায় কি আইন বিভাগ স্বাধীন বলে মনে হয়?