আবারো সীমান্তে বাংলাদেশের তিন নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের বিএসএফ। তারপর আবার ক্ষমা চাওয়ার নাটক করেছে।
মানুষের জীবনের দাম কি এতোই সস্তা যে পাখির মতো গুলি করে মেরে তারপর ‘‘ক্ষমা’’ চাওয়ার নাটক করলেই সব শেষ?
আজ পর্যন্ত কি ফেলানী হত্যার বিচার হয়েছে? একটা হত্যার বিচার না হওয়ার নিহত হয়েছে আরো শত শত।
বাংলাদেশের সীমান্তরক্ষীরা ভারতের নাগরিক গুলি করে হত্যা করলে কি বিএসএফ চুপ করে বসে থাকবে? ভারত পাকিস্তানী বা চীনের নাগরিকদের এভাবে গুলি করে মারার সাহসই করে না। কারণ সেটা করলে ওইসব দেশের সীমান্তরক্ষীরা প্রতি নাগরিকের প্রাণের বিনিময়ে একটা করে বিএসএফ হত্যা করবে।
খুনের শখ মেটানোর জন্য আছে গোবেচারা বাংলাদেশের নিরস্ত্র মানুষ। নিজের দেশের জনগণকে রক্ষা করা না গেলে এতো আর অস্ত্র-গোলা-বারুদের দরকার কি?