কখনো কি চিন্তা করেছেন বাংলাদেশের ইতিহাসে সফল বিরোধীদলীয় নেতা কে? একটু স্পেসিফিক ভাবে বললে সংসদে সফল বিরোধী দলের নেতা কে ছিল? কারণ সংসদের বাহিরের বিরোধী দল থেকে সংসদের ভিতরের বিরোধী দল বেশি গুরুত্বপূর্ণ। কার্যত আপনি আমাদের রাজনীতির ইতিহাসে ৯১ আর ৯৬ ছাড়া তেমন শক্তিশালী বিরোধীদল দেখতে পাবেন না। এর বাহিরে যতগুলি বিরোধীদল আপনি দেখবেন সবগুলোই তৈরি করা হয়েছে। বিরোধীদল তৈরি করা আর বিরোধীদল গড়ে ওঠার মধ্যে বিশাল পার্থক্য আছে।
বিরোধী দল তৈরি করা খারাপ কিছু নয় কিন্তু আপনি যখন বিরোধী দল তৈরি করবেন তখন আপনি সেটাকে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে তৈরি করতে হবে। প্রতিষ্ঠানিক ভাবে যখন কোন বিরোধীদল গড়ে না উঠে তখন ক্ষমতা থাকা দল বিরোধীদল তৈরি করার অনেক উদাহরণ আছে। কিন্তু আপনার কি মনে হয় শেখ হাসিনা গত দুটার্মে যে বিরোধীদল তৈরি করেছে সেটা কি গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে তৈরি করেছে? সোজা উত্তর হবে “না করেনি”। এই না করার কারণে এর কুফল শুধু জনগণ না, ক্ষমতা থাকা সরকারও পাচ্ছে বা পাবে।
আরেক বিরোধীদলীয় নেতা, জাতীয় ইডিয়েট এরশাদ ছিলেন। তার বউও এখন বিরোধীদলীয় নেতা। এইসব বিরোধীদলীয় নেতাদের দক্ষতা ও ক্ষমতা নিয়ে কি তার কর্মীরা গর্ববোধ করতে পারে? সংসদে শেখ হাসিনাকে কোন বিলের ব্যাপারে চাপের মুখে ফেলতে পারবে এমন বিরোধীদল! তাহলে এই সব বিরোধীদল দিয়ে জাতির কি উপকার হচ্ছে? বরং এই সব বিরোধীদল ও বিরোধীদলীয় নেতা দিয়ে গণতন্ত্রের বারোটা বেজে যাচ্ছে।
যাই হোক বাংলাদেশের রাজনীতি যে অবস্থায় চলে গেছে এখন আর প্রাতিষ্ঠানিকভাবে বিরোধীদল তৈরি হওয়া সম্ভব নয়। এখন বিরোধীদলকে তৈরি করতে হবে, তবে সেটা অবশ্যই রাজনৈতিক মূল্যবোধ থেকে তৈরি করতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বিরোধীদল তৈরি করা হলে সেটা দেশ ও জাতির জন্য কখনই মঙ্গল বয়ে আনে না। তবে মনেহচ্ছে এমন বিরোধীদল তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত শূন্যের কোঠায়।