আওয়ামিলীগ যে শুধু ২০১৪ বা ২০১৮ সালে ভুয়া নির্বাচন করে ক্ষমতায় আসে সেটা নয় ১৯৭৩ সালেও স্বাধীনতার পর প্রথম নির্বাচনে ব্যপক অনিয়মের মাধ্যমে ক্ষমতায় আসে। সেসময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ মুজিবর রহমান। ৭৩ সালের নির্বাচনে আওয়ামিলীগের পরাজিত হবার সম্ভাবনা ছিলনা কিন্তু তারপরও ব্যপক অনিয়ম মাধ্যমে ক্ষমতায় আসে দলটি। অনিয়মের সেই নির্বাচনে সদ্য স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে ধুলিস্যাৎ করে ভবিষ্যৎ রাজনৈতিক অনিশ্চয়তার বীজ বপন করে। আজকের রাজনৈতিক সংকটের বীজও তার মধ্য নিহিত ছিল।
স্বাধীনতার পরেই বিরোধীদের ন্যুনতম সহ্য করার সহ্য করার মানসিকতা ছিল না মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া আওয়ামিলীগের। ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার প্রচেষ্টা মূলত আওয়ামিলীগের জেনেটিক্যাল ক্যারেক্টার। অদ্ভুতভাবে ২০১৮ এর মত ১৯৭৩ সালের নির্বাচনেও বিরোধীরা মাত্র সাতটি আসন পেয়েছিল। ২৩ মার্চের ১৯৭৩ এর নির্বাচনে অনেক প্রার্থীকেই মনোনয়ন দাখিল করতে দেয়নি ক্ষমতাসীন আওয়ামিলীগ নেতারা। অনেককে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়। মাগুরার সোহরাব হোসেন,ফরিদপুরের কেএম ওবায়দুর রহমান,মোতাহার উদ্দিন আহমেদ বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেননি। বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা দিতে দেননি ভোলার তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ৪৫ বছর পর এবারও ভোলার তাঁর আসনের সবগুলো কেন্দ্র দখল করে নেন।
ভোলায় আরেকটি আসনে মনোনয়ন জমা দেয়ার কথা ছিল ডাঃ আজহারউদ্দিনের। তিনি ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন জমা দেয়ার আগে তাঁকে অপহরণ করায় তাঁর মনোনয়ন জমা পড়েনি। ফলে ঐ আসনে আওয়ামিলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করে এমন দুজন সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের উপ রাষ্ট্রপতি ও কামরুজ্জামান স্বরাষ্ট্র, কৃষি,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। কিন্তু এ ব্যক্তিরাই যাদেরকে জাতীয় চার নেতা হিসেবে ধরা হয় তারাই প্রার্থীদের ক্ষমতার দাপট দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেন।
আবুল মনসুর আহমেদ মনে করেন কনফিডেন্সহীনতার জন্য আওয়ামিলীগ নির্বাচনে অনিয়ম নীতিতে পরিণত করেছিল। তিনি মনে করেন বিরোধীদের নির্বাচন নিয়ে অতিরিক্ত উচ্ছসিত এবং আওয়ামিলীগের অতি আস্থাহীনতা যৌক্তিক ছিল না কিন্তু সেই আস্থাহীনতাই আওয়ামীলীগকে ম্যানেজড নির্বাচনের দিকে নিয়ে যায়। ৭৩এর নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ঐ বছরের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পরাজয়ের সম্ভাবনা দেখা দিলে ছাত্রলীগ ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচন বানচাল করে দেয়। ২০১৪/২০১৮/২০১৯ এ এসেও তারা ঠিক সেই কাজটি করে যা করেছিল তাদের পূর্ববর্তীরা। এভাবেই যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য বহন করে যাচ্ছে ঐতিহ্যবাহী এ দলটি।