08 June 2016

পরিবর্তন জরুরী, কিন্তু কতটুকু?

রুমী বলেছেন- ''গতকাল আমি চালাক ছিলাম, তাই এই ধরাকে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি''।

সমাজকে পরিবর্তন করতে চায় অনেকেই। কারণ, সমাজের দোষ খুঁজে পাওয়া খুব সহজ। কিন্তু, নিজের মাঝে যে ভুল-ত্রুটি আছে, সেগুলোর কথা সবাই মনে করে কি? কোনটি বেশি প্রয়োজন? নিজেকে পরিবর্তন করা নাকি সমাজকে? কোনটি আগে হওয়া উচিৎ?

আরেক ভাবে প্রশ্ন করলে বোধকরি চিন্তা করতে সুবিধা হবে। আচ্ছা, সমাজ পরিবর্তন হলে কি আমরা পরিবর্তন হয়ে যাব নাকি নিজেদের মাঝের ছোট-বড় পরিবর্তন সমাজকেও বদলাতে সাহায্য করবে? সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হিসেবে আমাদের এই ব্যক্তি সত্ত্বার পরিবর্তন বৃহৎ সমাজে কতটুকু পরিবর্তন আনতে পারে?

আরেকটু গভীরে যাই। যদি নিজের মাঝে কোন কিছু পরিবর্তন করতেই হয়, সেটা কি হবে? তার কতটুকুইবা পরিবর্তন করতে হবে? তারচেয়েও বড় কথা, কি হবে সেই পরিবর্তনের মাপকাঠি? পুরোনো সবকিছুই পরিবর্তন করা জরুরী কি? তাহলে 'পুরোনো চাল ভাতে বাড়ে' কথাটা এলো কিভাবে?