17 May 2016

আমি মুসলিম বিরোধী নই: ডোনাল্ড ট্রাম্প

এই তো সেদিন দিল্লীতে একটি গোষ্ঠী ট্রাম্পের জন্য পুজা অর্চনা করছিল এই ভেবে যে ট্রাম্প জিতলে অ্যামেরিকা থেকে মুসলিমদের উচ্ছেদ করবে ট্রাম্প। যদিও এতদিন পর্যন্ত ট্রাম্প নিজেও সেই কথায় বলছিল বারবার। মুসলিম অনুপ্রবেশ
বন্ধ করা তার নির্বাচনী একটি এজেন্ডাই ছিল। তার সমাবেশে মুসলিম নারীরে বের করে দেবার ঘটনাও ঘটেছে।

অতঃপর ইংল্যান্ডে যখন সাদিক খান ক্ষমতায় এতো সাথে সাথেই ট্রাম্প তার কথার ধরন পরিবর্তন করতে লাগলো। যদিও সাদিক খান সরাসরি হিলারির পক্ষে নির্বাচনে সহায়তা করবেন বলে মন্তব্য করেছেন। প্রথমে ট্রাম্প বলল সাদিক খানকে অ্যামেরিকা সফরে তিনি বাঁধা দিবেন না। আর এখন তিনি বললেন তিনি নাকি মুসলিম বিরোধী নন! সত্যি সেলুকাস।

আমার ধারনা অ্যামেরিকাতে এইবার ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় আসবেন। তবে তিনি বারাক ওবামা থেকে ভাল না খারাপ হবেন সেটা ক্ষমতার পালাবদলের পরই বোঝা যাবে।