03 March 2016

এশিয়া কাপঃ পাকিস্থানের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে ফাইনালে উঠেছিল সাকিব-মুশফিক-মাশরাফিরা। সেবার ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় পাকিস্তানের কাছে। এবার টি২০ ফরম্যাটের এই আসরে সেই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তাইতো বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন দেশের ক্রিকেট গ্রেটরা। কি বলেছেন তারা?




শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা টুইট করেন, ‘অসাধারণ জয়। স্কিল, সাহস ও বিশ্বাস। ফাইনালে যাওয়ার যোগ্য তারা। হাথুরুসিংহ ও তার দলকে অভিনন্দন।’

ইয়ান বিশপ বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সে আরো একবার মুগ্ধ। তাদের ধারাবাহিক উন্নতির প্রমাণ এটি। এবং মাশরাফির দারুণ নেতৃত্ব।’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা বেশ লড়াই করেছি কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এমন ম্যাচে ব্যাটিংটা আরো ভালো হওয়া উচিত ছিল। আমি মনে করি ব্যাটিং প্লান ছিল, কিন্তু সেটা কাজে আসেনি। সাবাশ বাংলাদেশ।’

ভিভিএস লক্ষণ লিখেন, ‘দারুণ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে।’

রাসেল আরনল্ড লিখেন, ‘অভিনন্দন বিসিবি টাইগার। দারুণ ক্রিকেট খেলেছো।’

আফ্রিদির মন্তব্যের সমালোচনা করে অ্যালান বুচার রিটুইট করেন, ‘ভালো দলের বিপক্ষে এই ভুলগুলো আমরা করতে পারব না। এটা কী বাংলাদেশের প্রশংসা? নাকি অন্যকিছু?’

পাকিস্তানের স্পোর্টস অ্যানকর সাওয়েরা পাশা লিখেন, ‘হ্যাঁ বাংলাদেশ করে দেখিয়েছে এবং তারা ফাইনালে। টিম পাকিস্তান হারার যোগ্য।’

বাংলাদেশের এই উন্নতির পিছনে বড় কারণ অবশ্যই শক্তিশালী পেস আক্রমণ। ধারাভাষ্যকারের ভূমিকায় বাংলাদেশে আসা সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনও মানছেন সেটা। স্থানীয় গণমাধ্যমকে এই ব্যাপারে বললেন, ‘বাংলাদেশ উন্নতি করছে আসলে ফাস্ট বোলিং দিয়ে। তাদের দারুণ কিছু ফাস্ট বোলার আছে। বিশ্বের যেখানেই খেলেন, ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেট পাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবশ্য সব সময় কিছু ভালো স্পিনার ছিল। তবে গত কয়েক বছরে তাদের পেসারদের বিরাট উন্নতি হয়েছে।’

আরেক ধারাভাষ্যকার ডিন জোন্স জানালেন বাংলাদেশের খেলা দারুণ উপভোগ করেছেন তিনি, ‘আমি তো বাংলাদেশের খেলা দারুণ উপভোগ করছি। ওরা জিতছে, এ কারণে নয়। ওরা রোমাঞ্চকর ক্রিকেট খেলছে।’ কোচিং স্টাফদেরও প্রশংসায় ভাসালেন তিনি। বললেন, ‘কোচরা দুর্দান্ত কাজ করেছে। মাঠে খেলোয়াড়দের দেখেই বোঝা গেছে, ওরা প্রত্যেকে পরিষ্কার জানে কার কী ভূমিকা।’

বাংলাদেশে এই এশিয়া কাপের জন্যই অবস্থানরত ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বোদ্ধা হার্শা ভোগলে গোটা ম্যাচ জুড়েই টুইটারে সরব ছিলেন। ম্যাচ শেষে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের জন্য আজকের দিনটা বিশেষ কিছু; তবে শুধু সেটা বাংলাদেশের জন্য নয়!’

এই বাংলাদেশ আমাকে আশাবাদী হতে শিখায়। আমি বিশ্বাস করতে চাই, এই বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। তার জন্য হয়তো আর খুব বেশী অপেক্ষা করতে হবে না।