বাংলাদেশের মেগা প্রজেক্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে কাকলি নামের ছোট্ট একটি ফেরি। এর আগে গত ৯ আগস্ট একই পিলারে অন্য একটি ফেরি ধাক্কা দিয়েছিল। ধাক্কা লাগার ঘটনা এই প্রথম নয়। প্রথমবার পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় একটি ফেরি। এরপর ১৭ নম্বর পিলারে ধাক্কা দিয়ে খবরের শিরোনাম হয় আরেকটি ফেরি। পিলারের সাথে ফেরির ঘন ঘন ধাক্কা সরকার ও জনগণের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। অনেকে এর সাথে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছেন।
আওয়ামীগের এক নেতা তো বলেই ফেলেছেন এর সাথে কোন ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে। আবার কিছু কিছু মানুষ এই ধারণা পোষণ করে যে যেহেতু চায়নারা এই প্রকল্প বাস্তবায়ন করছে সেহেতু পিলারের সাথে ফেরির সংঘের্ষ ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর হাত থাকতে পারে। আওয়ামী মাইন্ডের লোকদের ধারণা সংঘর্ষ ঘটনার সাথে জামায়াত-বিএনপি সরাসরি জড়িত । তারেক জিয়া এই ঘটনার মাস্টার মাইন্ড। তবে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়ানো আওয়ামিলীগ নেতাদের জন্য নতুন কিছু নয়।
রানা প্লাজা ট্রাজেডির সময় ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন, ‘‘কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন৷ ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে৷'' সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাস্যকর বক্তব্যে দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিলো। এরকম আরও অনেক ঘটনা আছে যা বলে শেষ করা যাবেনা।