শেখ হাসিনার একটা দুর্বল দিক হচ্ছে, উনার বাবার প্রচার। উনার কর্মকান্ডে দেখে মনে হয় যে, শেখ সাহেবকে যদি উনি মেয়েদের কসমেটিকের মতো প্রচারের ভেতর না রাখেন, শেখ সাহেব নামটি জাতি ভুলে যাবে! ইহা উনার বড় ভুলগুলোর মাঝে অন্যতম একটি ভুল ধারণা। উনার এই ভুলের জন্য জাতির কাছে শেখ সাহেবের গুরুত্ব কমেছে ক্রমাগতভাবে।
উনার মনের ভেতর উনার বাবার অবস্হান ও প্রভাব কতটুকু আমরা কখনো জানতে পারবো না। তবে, উনার কর্মকান্ড থেকে আমরা মোটামুটি অনুমান করতে পারছি বেশ কিছুটা। উনার উপর উনার বাবার রাজনৈতিক প্রভাব মোটামুটি নেই বললেই চলে, কিন্তু বাবার রাজনৈতিক অবস্হানের গুরুত্ব আছে। উনার বাবার হত্যাকান্ডকে উনি সিরিয়াসলী নিয়েছিলেন।
শেখ হাসিনা সামান্য গৃহবধু হয়েও বাংলাদেশের জেনারেলদের হাত থেকে দেশকে কেড়ে নিতে সমর্থ হয়েছিলেন, যেখানে বার্মা, পাকিস্তান, মিশরের মানুষজন সেসব দেশের জেনারেলদের দখলে আছে। কিন্তু উনি জেনারেলদর থেকে দেশ কেড়ে নেয়ার পর, জাতির সাধারণ মানুষের খুব একটা লাভ হয়নি। যোগ-বিয়োগ করলে দেখা যাচ্ছে যে, মানুষ যেই উদ্দেশ্য নিয়ে উনার পক্ষ নিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য কিন্তু কার্যকরী হয়নি।