13 June 2020

উন্নয়নের টুপি ও দূর্নীতি-লুটপাট

আমাদেরকে উন্নয়নের টুপি পরিয়ে যে লুটপাট করা হচ্ছে সেটা মানুষ ভাল ভাবেই বুঝে গেছে। মানুষ আর উন্নয়নের নামে লুট হতে চায় না। কোথায় কোন উন্নয়নের কথা হলে মানুষ সংকিত হয়, যে এই লুটেরারা আবার বোধয় আমাদের লুট করছে। এই দূর্যোগের দিনেও যারা চিকিৎসা সামগ্রী কেনার নামে লুটপাট চালায়, তাদের কোন ভাবেই বিশ্বাস করা যায় না।

আমাদের তথ্য প্রযুক্তি খাত আন্দাজি এপ ডেভেলভড করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার মধ্যে আছে। সরকারী পঞ্চাশটা এপ একশ কোটি টাকা দিয়ে ডেভেলভড হয়েছিলো। এই বিষয়ে পরে অনুসন্ধানে জানা যায়, পাঁচটা এপও ঠিক মতো কাজ করে না৷ বাকিগুলো বেসিক লেভেলের একটা যেমন তেমন এপ, বানানো দরকার বানিয়েছে আর কি। এই যখন এন্ড্রয়েড এপের অবস্থা রোবোট বানাইতে দিলে চায়নিজ খেলনা নিয়ে আসবে সিউর। 

গত কয়েকদিন আগে একনেকে যে প্রকল্প পাস হলো করোনা নিয়ে, তার খরচ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যুগান্তর মনে হয়, কি যে কান্ড! দেখলে মনে হয় শালার দশ পনেরো বছর গাধা বানায়ে কি যে ঘোল খাওয়াইসে! পেশাজীবি শ্রেনীর জন্য দেশে থাকা মানে দোহাই লাগে - ফ্যামিলি, দেশ প্রেম। এইসব বলে ও হজম করিয়ে পিছনের সারির মানুষজন স্বাধীনতার পর থেকে দেশটারে খাইলো।

আচ্ছা, যারা কোটি কোটি টাকা অসৎ পথে উপার্জন করে তারা কি একবারও ভাবে না যে অনেক খেয়েছি এবার থামি?
ভালো থাকতে তো বেশি কিছু লাগেনা।