25 December 2019

নুরু বেচে আছে তাই সেটা অভিনয়

ভিপি নুরুকে পেটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ এ দেখা গেলেও অনেকেই বলছে তিনি অভিনয় করছেন। আবার স্বয়ং মন্ত্রী প্রশ্ন তুলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন?

আচ্ছা রাব্বানি গ্রুপকে যখন তখন পেটাপিটির অধিকার কে দিয়েছে বা কোন জোরেই বা তারা এসব নির্বিঘ্নে করে পার পাচ্ছেন? কথায় আছে খুটির জোড়ে মেরা নাচে। যাকগে সেসব কথা। 

এদেশে যখনই কোন মারামারি হয় তখনই দেখা যায় বিশেষ ছাত্র সংগঠন, হয় তারা নিজেরা নিজেরা অথবা অন্যকারো উপর চড়াও। যদি নিজেদের মধ্যে হয় তো বেশ আর তা না হলে মুখস্থ একটা কথা- স্বাধীনতার বিরোধি শক্তি, জামাত-শিবির, অথবা জামাত-শিবির ভেবে মেরেছে ইত্যাদি বয়ানই যথেষ্ঠ তাদের বুক উচিয়ে চলার জন্য।

সাথে যদি জুড়তে পারে - ঘটনা তেমন কিছু না, অভিনয় করেছে মাত্র। সাথে সাথে তাদের পক্ষে জুটে যাবে হাজারও সমর্থক ও সংঘটন যেমনটি ঘটছে এখন নুরের ক্ষেত্রে। আবরার যদি বেচে ফিরত তা হলেও ঘটনা চাপা পরে যেত অভিনয় বৃত্তে। তাই আবরার জীবন দিয়ে প্রমাণ করেছেন সে অভিনয় করে নাই, তাকে হত্যা করা হয়েছে। নুরু বেচে আছে তাই সেটা অভিনয়।