16 November 2019

পিয়াজ কথনঃ আর কতো?

আপনারা পেঁয়াজ নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনারা বাস ট্রেন, বিমান সব জায়গায় চোর বসায় রাখছেন, সব সেক্টরে লস। আমি ধরে নিলাম আপনে সৎ, আপনে অনেক সৎ। কিন্তু আপনার আশে পাশের সব চোর। দীর্ঘমেয়াদি সরকার একটা দেশের জন্য কি কারনে খারাপ। সেটা কিছুদিন পর আপনে নিজেই টের পাবেন, যদি সতর্ক না হন তবে নিজের ধ্বংস নিজের লোক দ্বারা নিজেই দেখে যাবেন।

সারা দিন দুই একটা ফ্লাই ওভার আর পদ্মা সেতুর নাম ভাঙ্গিয়ে উন্নায়ন দেখাচ্ছেন। আসলে কোন সেক্টরের কোন উন্নতি কি আদৌ হয়েছে? হা হয়েছে। আগে উত্তরা থেকে মতিঝিল যেতে তিন ঘন্টা লাগতো এখন চার ঘন্টা লাগে, আমরা আটকে আছি একই জায়গায়। মরিচিকার পিছনে ছুটে চলেছি অলিক সুখের আশায়। সেই স্বপ্ন কয়েক দিন পর পর খেয়ে ফেলছেন আপনারা।

চিকিৎসা বলেন শিক্ষা বলেন সব সেক্টরের আজ পংগু হয়ে যাচ্ছে। এমন একটা সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। চোর দিয়ে দেশ ভরে গেছে? শেয়ার মার্কেট, গার্মেন্টস সেক্টরের করুন অবস্থা। চামড়া শিল্প অনেক আগেই শেষ। বিচার চাইতে গেলে পুলিশ দ্বারা ধর্ষিত হচ্ছে। বিচারহীনতার দেশে। কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা সব খেয়ে বসে আছেন? এমন কোন সেক্টর আছে যেখানে উন্নতি হয়েছে?

আজকে আপনে বলেন আমার বসায় পেঁয়াজ ছাড়া রান্না হয়, দুইদিন পর বলবেন তেল, লবন, চাল, ডাল ছাড়া হাওয়া খেয়ে বাঁচবেন। সেটাই। আপনারা নির্মল হাওয়া খাওয়াচ্ছেন এটাই বা কম কিসের। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ।