14 July 2016

রাস্ট্রীয় উগ্রবাদ - কোথায় যাবে ভারতীয় মুসলমানেরা?

গেলো বছরের ২৮ সেপ্টেম্বর তারিখে ভারতের উত্তর প্রদেশের দাদরিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। গরুর গোশত খাওয়া এবং তা বাসায় রাখার অভিযোগে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেদিন। ৫২ বছর বয়সী ওই বৃদ্ধকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী জনতা। সেদিন আখলাকের ছেলে দানিশকেও পিটিয়ে আধমরা করে ফেলে রেখে যায় তারা।

দুঃখজনক হলেও সত্য যে ওই বৃদ্ধ হত্যার বিচার আজও পায়নি তার পরিবার। বরং আদালত নিহত আখলাকের ভাই জান মুহাম্মদ, মা আসগরি বেগম, স্ত্রী ইকরামন, ছেলে দানিশ, মেয়ে শাইস্তা এবং তাদের আত্মীয় সোনির বিরুদ্ধে
নতুন করে মামলা দায়ের করার আদেশ দিয়েছে। কি নির্মম সে বিচার ব্যবস্থা! পিতা হত্যার বিচার চেয়ে পুত্র-কন্যা এখন নিজেরাই আসামী হতে চলেছে! স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রী নিজেও আসামী!!

অবশ্য গো-মুত্র সেবন করে পবিত্রতা লাভকারিদের কাছ থেকে এর থেকে ভাল কিছু কি আশা করা সম্ভব? যেই দেশের আদালত আর সরকার এত বড় জঙ্গিবাদের সমর্থন করে তাদের কাছে কিভাবে আমাদের দেশের জঙ্গিবাদ দমনে সাহায্য প্রার্থনা করতে পারি? সাহায্য চাই না বাপ, তোর কুত্তা সামলা।