25 March 2016

প্রতিবাদ হোক সকল অন্যায়ের বিরুদ্ধে

নিজেদের উপর এখন ঘৃণা হয় কিভাবে প্রতিনিয়ত শত সহস্র অন্যায় অপরাধ হতে দেখেও মুখ বুঝে সহ্য করছি। আমাদের ধর্ম বলে, চোখের সামনে অন্যায় হতে দেখলে বাঁধা দিতে। আমাদের নিস্ক্রিয়তার জন্যই আজ সমাজে অপরাধীদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। শুধু নিজে ভাল থাকলেই চলবে না অন্যদেরকেও খারাপ পথ থেকে ফিরিয়ে আনা
আমাদেরই দায়িত্ব। সুতরাং আজ থেকেই প্রতিবাদ শুরু হোক সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে।

তনু হত্যার দায় কমবেশি আমাদেরও। দিনে দিনে অনেক তনুই নির্মম পরিণতি বরণ করেছে আমাদের সমাজেরই নিরবতায়। আমাদের প্রতিবাদের অভাবে। সময়মতো সব অন্যায়ের প্রতিবাদ করলে এতো মারাত্মক আকার ধারণ করতো না বাংলাদেশের অপরাধ চিত্রের। হয়তো মরতে হতো না তনুকে। 

#Justice_for_Tonu
‪#‎Justice_for_All‬