ঢাকার হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে স্বর্ণ উদ্ধার একটি নিয়মিত ঘটনা। এই বিমানবন্দর দিয়ে যতো না মানুষ আসে তার চেয়ে বেশি মনে হয় স্বর্ণই আসে। আর সেই স্বর্ণের কারণেই বার বার সংবাদপত্রে চলে আসে বিমানবন্দরটির নাম।
হযরত শাহ জালাল বিমানবন্দর দিয়ে এতো বেশি স্বর্ণ আসে যে এটাকে মনে হয় একটি স্বর্ণের খনি। হয়ত পরবর্তীতে সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নও আসতে পারে যে, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়? উত্তরটি কি হবে জানেন? উত্তরঃ হযরত শাহ জালাল বিমান বন্দরে!
এত স্বর্ণ উদ্ধারের পর এই স্বর্ণ কোথায় যায় কি হয় এখবর আমরা না জানলেও এই বিমান বন্দর যে স্বর্ণ চোরাচালানের একটি বড় রুট তা বলতে হয়ত বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। নিয়মিত স্বর্ণ ধরা পড়ার পরও যেহেতু স্বর্ণ পাচারকারীরা থেমে নেই সেহেতু ধরে নেওয়া যায় যে, পাচারকারীরা তাদের ব্যবসায়ে এই সামান্য পরিমাণ স্বর্ণ ধরা পড়াকে তোয়াক্কা করে না।