01 August 2022

গরিব একটা দেশের মানুষের সাথে এ কেমন রসিকতা!

ঠিক যখন সরকার মহোদয় বলছেন মিতব্যয়ী হতে তখন পত্রিকায় খবর বের হচ্ছে, কিছু সরকারি কর্মকর্তাদের গাছে পানি দেয়া শিখানোর জন্য নেদারল্যান্ড পাঠানো হচ্ছে। নিষেধাজ্ঞার পরও কিভাবে ওনারা সরকারি খরচে বিদেশ যান তা চিন্তা করতেই আপনাকে হতাশায় ডুবে যেতে হবে। দেশে জ্বালানি সংকটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। ভেপসা গরমের সাথে অবিরাম লোড শেডিং এর জন্য দোহাই দেয়া হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে।


বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড ৪৭,০০০ কোটি ডলার আছে বললেও আসলেই যে তত নেই সেটা মোটামুটি কম শিক্ষিত যে কারও পক্ষেই সহজেই অনুমান করা সম্ভব। দেশের এই খারাপ অবস্থায়ও বলিউড অভিনেতা আনার দরকার কতটুকু ছিল? 

১১ জন স্কুল ছাত্র গাফিলতির জন্য ও দায়িত্বহীনতার জন্য মা-বাবার বুক খালি করে চলে গেল। কিন্তু দায়ীদের জবাবদিহিতা এখনো নিশ্চিত হলো না। সে ১১ জনের মধ্যে আমাদের নিজের সন্তান নেই বলে দু কলম লিখে দায়িত্ব শেষ করে দিচ্ছি

আমাদের দেশ সম্ভবত পৃথিবীর একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে বিরোধী দল কে হবে এবং তাদের যে আন্দোলন তো দূরের কথা, কথা বলারও যে সুযোগ নেই তা দেশের আনাচে-কানাচের সলিম উদ্দিন, কলিমউদ্দিনরাও জানে।

এতোগুলা গণমাধ্যম কাজ করছে। একটিও নিরপেক্ষ নেই। এরা জনগণের কথা বলতে সাহস পায়না। বরং, কখনো পরিমনি, কখনো হিরো আলম, কখনো এটা, কখনো সেটা দিয়ে মূল বিষয় হতে সবার দৃষ্টি ঘুরিয়ে দেয়া হচ্ছে। 

এক রিপোর্টে দেখলাম, সরকারী গাড়ি বাচ্চাদের স্কুলে নামানো, বাসার বাজার করার কাজে ব্যবহার করা হচ্ছে। পিয়ন বাজার করতে গিয়েছে, ড্রাইভার দেড় ঘন্টা গাড়িতে এসি ছেড়ে বসে ছিল। কারন জিজ্ঞেস করাতে জানালো, স্যারের বাজার করতে হচ্ছে।

আরেক রিপোর্টে দেখা গেলো, পল্লী বিদ্যুতের হেড অফিস। ফ্যান, লাইট চলছে, কিন্তু রুমে কেউ নাই। আরেক রুমে এসি চলছে, কিন্তু জানালা খোলা। এদিকে সাধারন মানুষের লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠছে। কি বলবেন?

সরকারি ডিবি পুরা দেশে শুধু ১৫ দিন অভিযান চালানোর মাধ্যমে বাজার সিণ্ডিকেটের ভেঙ্গে চুরমার করে দিতে পারে। কিন্তু না, তারা তা করবেনা। সওদা হয়ে যাচ্ছে মিলিয়ন বিলিয়ন টাকা। পাচারকৃত অর্থ নিয়ে কদিন মাঠ গরম থাকলেও পরবর্তীতে আবার চুপ হয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা লম্পট হয়ে যাচ্ছে জাতীয় নেতা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী প্রার্থী সবাইকে হতবাক করে দিলেও আমরা সব কিছু স্বাভাবিক নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। চারদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। আমরা শাস্তি দিতে পারি অসহায় হিরো আলমকে।একটা ইয়াবা কিং এর একটা লোমও বাঁকা করতে পারি না।