25 October 2015

আমরা জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি

কিছুদিন আগেও দেশে সরকারী দলের নেতাদের যেকোন সভা, মিটিং, মিছিল, বক্তৃতায় শোনা যেত বাংলাদেশে জঙ্গী রয়েছে। তাদের সাথে আন্তর্জাতিক জঙ্গী কানেকশন রয়েছে ইত্যাদি। অথচ, কদিন আগে দুজন বিদেশী হত্যাকান্ডের পর থেকেই হুট করে বলা শুরু করেছে বাংলাদেশে কোন জঙ্গী নাই, জঙ্গীর অস্তিত্ব নাই। যা আছে সব ষড়যন্ত্রকারী।

বিদেশী হত্যাকাণ্ডের পর পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতা পাতিনেতারা পর্যন্ত হত্যাকারীদের নাম বলে দিয়েছিলো। এখন বিদেশীরাও যখন নিজেদের মত করে তদন্ত করছে সরকারের পাশাপাশি তখন সরকার বুঝতে পারছে উদোরপিণ্ডি বুধোর চালিয়ে দেওয়া সম্ভব হবে না। আর তাই এখন খুনিদের কোন কুল কিনারা পাচ্ছে না।

হত্যাকান্ডের পর পর সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে তদন্তকারীরা প্রায় সব কিছু উদ্ধার করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে, এখনও সেই প্রাথমিক অবস্থায়ই রয়েছে। আসলে সরকার কোনটি সঠিক বলছে আর কোনটি কল্পিত বলছে এটা বুঝে উঠা কঠিন। আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি। এভাবে আর কতোদিন চলবে কে জানে!